বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান বর্তমানে আবুধাবিতে রয়েছেন। সেখানে বলিউডের একটি অনুষ্ঠানে অংশ নেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া তার ভক্তদের সঙ্গে। এই মুহূর্তে বলিউডের অন্যতম হটেস্ট অভিনেতাকে ছবিতে তার পাশে দেখা গেছে। তিনি বিজয় ভার্মা। একদিকে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে 'দহর' সিরিজের সাফল্য নিয়ে বলিউডে বিজয় এখন লাইমলাইটে। এবার সেই জয়ের সঙ্গে দেখা হল জয়ার।
নীল ব্লাউজের সঙ্গে ফিউশন শাড়ি পরুন। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রীর প্রথম হিন্দি ছবি 'করক সিং'-এর পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ করেছেন জয়া। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। জয়া আনন্দবাজার অনলাইনকে বলেন, এই ছবির জন্য দলের সঙ্গে আবুধাবিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি বিজয়ের সঙ্গে দেখা করেন। জয়া বলেন, "তিনি আমার প্রিয় অভিনেতা। আমি তার 'দহর' সিরিজ দুবার দেখেছি। এর মধ্যে তার সঙ্গে দেখা হয়েছিল। টোনিদা (অনিরুদ্ধ রায়চৌধুরী) একটি বক্তৃতা দিয়েছিলেন। তাই মনে হলো ছবির সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এর পর আমি তার সঙ্গে প্রায় দশ মিনিট কথা হয়েছে।'' জয়া অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অর্ধাঙ্গিনী' আগামী সপ্তাহে মুক্তি পাবে।
0 Comments